ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারত-চীন সামরিক উত্তেজনায় শান্তি পরিষদের উদ্বেগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জুন ১, ২০২০
ভারত-চীন সামরিক উত্তেজনায় শান্তি পরিষদের উদ্বেগ

ঢাকা: পূর্ব লাদাখ সীমান্তে ভারত-চীনের মধ্যকার চলমান সামরিক উত্তেজনায় বাংলাদেশ শান্তি পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বাংলাদেশসহ এ অঞ্চলের জন্য উৎকণ্ঠার বিষয় বলে মনে করছে সংগঠনটি।

সোমবার (০১ জুন) শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান খান এক বিবৃতিতে বলেন, গত ২৫ দিন ধরে লাদাখ সীমান্তে মুখোমুখি ভারত-চীন সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে পূর্ব লাদাখের দুই প্রান্তে ভারী যুদ্ধসামগ্রী, অস্ত্র, আর্টিলারি গান এবং কমব্যাট ভেহিকল মজুদ রাখার কাজ শুরু করেছে দুই দেশ।

 

‘বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দুই দেশ ভারত ও চীনের মধ্যে এরকম সম্পর্কের অবনতি এবং সামরিক উত্তেজনা বাংলাদেশসহ এ অঞ্চলের সব শান্তিপ্রিয় নাগরিকের জন্য উৎকণ্ঠার বিষয়। একইসঙ্গে এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে সাম্রাজ্যবাদী শক্তি এ অঞ্চলে দীর্ঘস্থায়ী সঙ্কট জন্ম দিতে পারে। তাই সংশ্লিষ্ট সকলের এ বিষয়ে সতর্ক হওয়া উচিত। ’
  
বিবৃতিতে শান্তি পরিষদের নেতারা বলেন, করোনা বিশ্বমারীর এই কঠিন সময়ে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব যখন সবচেয়ে বেশি দরকার, তখন এ ধরনের সামরিক উত্তেজনা খুবই অনভিপ্রেত ও দুঃখজনক।  

বাংলাদেশ শান্তি পরিষদ শান্তিপূর্ণ কূটনৈতিক উপায়ে এ সঙ্কট সমাধানের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে।  

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জুন ০১, ২০২০
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।