ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে নিয়মিত কোর্ট চালুর দাবিতে আইনজীবীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জুন ১, ২০২০
সিরাজগঞ্জে নিয়মিত কোর্ট চালুর দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সিরাজগঞ্জ: ভার্চ্যুয়াল কোর্ট বন্ধ করে নিয়মিত কোর্ট চালুর দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবীরা। 

সোমবার (১ জুন) দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।  

মানববন্ধন চলাকালে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাসিম সরকার হাকিম, হামিদুল ইসলাম দুলালসহ সিনিয়র আইনজীবীরা বক্তব্য রাখেন।

 

এসময় অবিলম্বে ভার্চ্যুয়াল কোর্টের মাধ্যমে বিচারকার্য্য বন্ধ করে নিয়মিত আদালত চালু করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘন্টা, জুন ০২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।