ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জ থেকে চালু হলো গণপরিবহন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, জুন ১, ২০২০
নারায়ণগঞ্জ থেকে চালু হলো গণপরিবহন দরজা ঠিক করছেন বাস শ্রমিকরা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ থেকে চলাচল শুরু করেছে বিভিন্ন গণপরিবহন। সোমবার (১ জুন) সকাল থেকে দীর্ঘ ২ মাস ৮ দিন পর গণপরিবহনগুলো যাত্রী নিয়ে চলাচল শুরু করে।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নারায়ণগঞ্জসহ সারাদেশ থেকে চলাচলকারী সব ধরনের গণপরিবহন গত ২৪ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছিল।

সকাল থেকে বিভিন্ন যানবাহনে নির্দেশনা মেনেই যাত্রী উঠানামা করতে দেখা গেছে।

প্রতিটি বাস মিনিবাসের অর্ধেক আসন ফাঁকা রেখে চালানোর সিদ্ধান্ত দিয়েছে বিআরটিএ। এর ফলে পরিবহন মালিকেরা লোকসানের কথা উল্লেখ করে শতভাগ ভাড়া বৃদ্ধির দাবি করে। কিন্তু বিআরটিএর ভাড়া নির্ধারণে স্থায়ী ব্যয় বিশ্লেষণ কমিটি ঘণ্টা খানেকের বৈঠকে ৮০ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব করে। এরপর এই নিয়ে সমালোচনা শুরু হলে রোববার সেতুমন্ত্রী ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত করেন।

এই ভাড়া হার করোনাকালের জন্য প্রযোজ্য হবে বলে সড়ক পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনঃপ্রযোজ্য হবে।

বন্ধন পরিবহনের চেয়ারম্যান ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন জানান, রোববার থেকে নারায়ণগঞ্জে গণপরিবহন চালুর কথা থাকলেও ভাড়া পুনঃনির্ধারণের কারণে সোমবার ১ জুন থেকে চালু হয়েছে গণপরিবহন। নারায়ণগঞ্জ থেকে ঢাকামুখী বন্ধন, উৎসব ও হিমাচলের বেশিরভাগ সাধারণত ভিআইপি ৪৬ সিটের হয়ে থাকে। এসব বাসে ২৩ জন যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটের এসব বাসগুলোতে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৭ টাকা ৮০ পয়সা। আমরা স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা মেনেই গণপরিবহন চালাচ্ছি। বাসের চাকা মেরামত করছেন শ্রমিকরা।  নারায়ণগঞ্জ বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি মোক্তার হোসেন জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকামুখী বন্ধন, উৎসব ও হিমাচলের বাসগুলো ৪৬-৫৪ সিট পর্যন্ত রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী বাসগুলোতে অর্ধেক যাত্রী চলতে পারবে। এছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী শীতল এসি বাসের ভাড়া ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। শীতল বাসগুলো ৪৫ সিটের তাই অর্ধেক যাত্রী ২২ জন যেতে পারবে। এছাড়া কোনো লোকাল বাসে যাত্রীদের দাঁড়িয়ে নিতে পারবে না। বিধি অনুযায়ী সিটের অর্ধেক যাত্রী যেতে পারবে। সকাল থেকেই নারায়ণগঞ্জে গণপরিবহন চলাচল শুরু করেছে।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, জুন ১, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।