bangla news

মৌলভীবাজারে আরও ৩০ জনের করোনা শনাক্ত 

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-০১ ১:৫২:১৫ এএম
শ্রীমঙ্গলের একটি বাড়ি লকডাউন করার দৃশ্য। ছবি: বাংলানিউজ

শ্রীমঙ্গলের একটি বাড়ি লকডাউন করার দৃশ্য। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারে নতুন করে আরও ৩০ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে দাঁড়ালো ১২৮ জনে।

রোববার (৩১‌ মে) দিনগত রাত ১১টায় মৌলভীবাজার সিভিল সার্জন ও জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. তউহীদ আহমদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন করে আক্রান্ত ৩০ জনের মধ্যে শ্রীমঙ্গল উপজেলার ১৮ জন, কমলগঞ্জ উপজেলার ৬ জন, কুলাউড়া উপজেলার ৩ জন, বড়লেখা উপজেলার ২ জন এবং রাজনগর উপজেলার ১ জন।

রোবরার রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এ রিপোর্ট এসেছে। যত দ্রুত সম্ভব আজ রাতের মধ্যেই ৩০ জনের বাড়ি লকডাইন করা হবে বলেও জানান ডা. তউহীদ।

 বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, জুন ০১, ২০২০
বিবিবি/এমআরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-01 01:52:15