bangla news

পুলিশ একাডেমির শিক্ষানবিশ এএসপি’র করোনা পজিটিভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-৩১ ১১:৪৬:২৭ পিএম
পুলিশ একাডেমি

পুলিশ একাডেমি

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় থাকা বাংলাদেশ পুলিশ একাডেমির একজন শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার (এএসপি) করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

রোববার (৩১ মে) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার রামেক হাসপাতালের ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একটি পজিটিভ এবং বাকিগুলোর রিপোর্ট নেগেটিভ। করোনা আক্রান্ত এএসপির বয়স ২৯ বছর। তিনি বাইরের জেলা থেকে প্রশিক্ষণের জন্য সারদা এসেছেন। এর আগের দিন শনিবারও পুলিশ একাডেমির ৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেখানে সব রিপোর্ট নেগেটিভ আসে। রোববার মোট ৯৪টি নমুনার মধ্যে বাংলাদেশ পুলিশ একাডেমির ৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর পুলিশ একাডেমির মোট ৯৮টি নমুনার মধ্যে একটি পজিটিভ পাওয়া গেল। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। এখন পুলিশ একাডেমি কর্তৃপক্ষই সেখানে লকডাউনসহ প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা নেবেন।

এদিকে, রাজশাহী মেডিক্যাল কলেজের প্রথম করোনা ল্যাবের পিসিআর মেশিনের সার্ভিসিংয়ের কারণে গত শুক্রবার (২৯ মে) থেকে সেখানে নমুনা পরীক্ষা বন্ধ থাকে। বর্তমানে হাসপাতালের ল্যাবটি সচল রয়েছে। এই ল্যাবে আজ নতুন একজন করোনা পজিটিভ রোগী শনাক্ত হওয়ায় রাজশাহী জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়ালো। এদের মধ্যে দুইজন মারা গেছেন। মৃত দুইজনের মধ্যে একজন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ছিলেন। রাজশাহীতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ জন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য বাংলানিউজকে জানান, রাজশাহী বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ৮৭৫ জন। এর মধ্যে আজ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০৮ জন। এখনও হাসপাতালে ভর্তি আছেন ২৪৫ জন। তবে কমিউনিটি পর্যায়ে সংক্রমণ বাড়ায় প্রতিদিন এ বিভাগে করোনা পরিস্থিতির অবনতিই হচ্ছে। যা অত্যন্ত উদ্বেগজনক বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, মে ৩১, ২০২০
এসএস/এমআরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-31 23:46:27