ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মে ৩১, ২০২০
নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু 

নওগাঁ: নওগাঁ শহরের বাইপাসে শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টরের ধাক্কায় আইয়ুব আলী (১২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (৩১ মে) দুপুরে এ দুঘটনা ঘটে। আইয়ুব জেলা সদর উপজেলার কাদোয়া গ্রামের মোহাম্মদ আলীর নাতি।

আইয়ুব ছোটবেলা থেকে তার নানার বাড়িতেই থাকতো।  

স্থানীয়রা জানান, দুপুরে ধান মাড়াই মেশিন নিয়ে আইয়ুবসহ দুই যুবক বাড়ি থেকে কাজে যাচ্ছিলেন। পথে শহরের বাইপাস গণি পেট্রোল পাম্প এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাদের তিনজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় ও অন্য দু’জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মে ৩১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।