ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনাজয়ী আরও ১৫৩ পুলিশ সদস্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, মে ৩১, ২০২০
করোনাজয়ী আরও ১৫৩ পুলিশ সদস্য

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত আরও ১৫৩ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

রোববার (৩১ মে) বিকেলে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন নতুন এ ১৫৩ জন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

করোনা পজেটিভ এ ১৫৩ জনের নমুনা পরপর দুইবার পরীক্ষা করে কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের সুস্থ ঘোষণা করে হাসপাতাল ছাড়ার ছাড়পত্র দেন। এসময হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ হওয়া সব পুলিশ সদস্যকে মাস্ক দেন। পরে তাদের ফুল দিয়ে বিদায় জানানো হয়।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধান, সার্বক্ষণিক মনিটরিং এবং উন্নত চিকিৎসার ফলে ইতোমধ্যে করোনা আক্রান্ত এক হাজার ৮০১ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে উঠেছেন। তাদের মধ্যে অনেকেই জনগণের সেবায় আবার কাজে ফিরেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ৩১, ২০২০
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।