ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুতে আইজিপির শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, মে ৩১, ২০২০
মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুতে আইজিপির শোক

ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

রোববার (৩১ মে) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।  

এক শোক বার্তায় আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, মোস্তফা কামাল সৈয়দ একজন গুণী ও খ্যাতিমান নির্মাতা।

টেলিভিশন অনুষ্ঠানকে জনগণের মধ্যে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তিনি অনবদ্য ভূমিকা পালন করেছেন। বিশেষ করে বাংলাদেশ টেলিভিশনে কর্মকালীন সময়ে তিনি অনেক সাড়া জাগানো অনুষ্ঠান নির্মাণ করেছেন। যা আজও মানুষের হৃদয়ে ভাস্মর হয়ে আছে। তার মৃত্যুতে আমাদের সম্প্রচার জগতে এক অপূরণীয় ক্ষতি হলো।

আইজিপি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ৩১, ২০২০
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।