ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দু’মাস পর বগুড়ার রেলস্টেশন থেকে ঢাকার পথে ১৭ যাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মে ৩১, ২০২০
দু’মাস পর বগুড়ার রেলস্টেশন থেকে ঢাকার পথে ১৭ যাত্রী

বগুড়া: টানা ৬৫ দিন বন্ধ থাকার পর বগুড়া রেল স্টেশন অতিক্রম করেছে কোনো আন্তঃনগর ট্রেন।

রোববার (৩১ মে) দুপুর ১টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি বগুড়া স্টেশনে পৌঁছানোর পরে ১৭ জন যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে স্টেশন ছাড়ে।

বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু বাংলানিউজকে জানান, সকাল ১০টা ১০ মিনিটে আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেস লালমনিরহাট থেকে ছেড়ে এসে দুপুর ১টা ৪ মিনিটে বগুড়া স্টেশনে পৌঁছায়।

মিনিট তিনেক পর এই স্টেশন থেকে যাত্রী নিয়ে ট্রেনটি আবারও ঢাকার উদ্দেশে বগুড়া স্টেশন ছেড়ে যায়।

তিনি বলেন, এই ট্রেনে স্বাভাবিক সময় শোভন চেয়ারের ৩০ ও এসি চেয়ারের আটটি মিলিয়ে ৩৮টি আসন বরাদ্দ থাকে এই স্টেশনের যাত্রীদের জন্য। করোনা পরিস্থিতির কারণে নিয়ম অনুযায়ী এই স্টেশনে দুই ধরনের টিকিটের সংখ্যা অর্ধেক নেমে এসেছে। রোববার বগুড়া স্টেশনের যাত্রীদের বরাদ্দ থাকা ১৯ টিকিটের মধ্যে ১৭টি বিক্রি হয়েছে এবং ১৭ জন যাত্রীই এখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে লালমনি এক্সপ্রেসে।

তিনি আরও বলেন, দুটি সিটে একজন যাত্রী বসাসহ সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে এই যাত্রা পরিচালনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মে ৩১, ২০২০
কেইউএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।