ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সরকারি সহায়তার ২৫শ টাকা তুলতে অতিরিক্ত অর্থ আদায়ে অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মে ৩১, ২০২০
সরকারি সহায়তার ২৫শ টাকা তুলতে অতিরিক্ত অর্থ আদায়ে অর্থদণ্ড .

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত নিম্ন আয়ের মানুষের জন্য ২৫শ টাকা উত্তোলনের সময় অতিরিক্ত টাকা নেয়ায় ব্যাংকিং এজেন্টকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (৩১ মে) বিকেলে উপজেলার উচিতপুরার আতাদী বাজারে মোবাইল ব্যাংকিং এজেন্ট কামাল হোসেনকে (৩৩) ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেন জানান, প্রধানমন্ত্রীর উপহারের টাকা তুলতে গেলে ওই ব্যাংকিং এজেন্ট ৫০ থেকে ১০০ টাকা বেশি করে আদায় করছিলেন সকলের কাছ থেকে।

এ অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়ে প্রমাণ পেয়ে তাকে অর্থদণ্ড করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। ’ 

তিনি আরও বলেন, ‘এ টাকা উপজেলার প্রায় ৫ হাজার মানুষের মোবাইলে পৌঁছে গেছে। তারা নির্ধারিত খরচ দিয়েই টাকা তুলছেন। যদি কেউ নির্ধারিত টাকার বেশি আদায় করেন তাহলে তার বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। ’  

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মে ৩১, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।