ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়-ঢাকা রুটে চলাচল শুরু করলো পঞ্চগড় এক্সপ্রেস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মে ৩১, ২০২০
পঞ্চগড়-ঢাকা রুটে চলাচল শুরু করলো পঞ্চগড় এক্সপ্রেস

পঞ্চগড়: করোনা ভাইরাস প্রতিরোধে দীর্ঘ ৬৬ দিন বন্ধ থাকার পর সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে পঞ্চগড়-ঢাকা রুটে চলাচল শুরু করলো আন্তঃনগর ট্রেন সার্ভিস পঞ্চগড় এক্সপ্রেস। 

রোববার (৩১ মে) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে যাত্রীদের নিয়ে যাত্রা শুরু করে ট্রেনটি।  

এসময় ছেড়ে যাওয়া ট্রেনের যাত্রীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা, মাক্স ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে ওঠানো হয়।

এর আগে ট্রেনের সবকটি কোচ জীবাণুনাশক স্প্রে দিয়ে পরিচ্ছন্ন করা হয়।  

এদিকে স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ রেখে অনলাইনের মাধ্যমে বিক্রি করায় বিপাকে পড়েছেন যাত্রীরা। তবে অনেক যাত্রীরা জানান, অনলাইনের বিক্রি করায় টিকিট কালোবাজারি রোধ করা সম্ভব হয়েছে।  
পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনস্টেশন মাস্টার মোশারফ হোসেন বাংলানিউজকে বলেন, পঞ্চগড় থেকে ঢাকা রুটে তিনটি, পঞ্চগড়-জয়পুরহাট ও পঞ্চগড়-পার্বতীপুর রুটে দু’টিসহ মোট ছয়টি ট্রেন নিয়মিত চলাচল করলেও বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র পঞ্চগড়-ঢাকা রুটে একটি ট্রেন চালু করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মে ৩১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ