ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোল সীমান্ত থেকে ৩৮ কেজি গাঁজা-ফেনসিডিল-মদ জব্দ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, মে ৩১, ২০২০
বেনাপোল সীমান্ত থেকে ৩৮ কেজি গাঁজা-ফেনসিডিল-মদ জব্দ

বেনাপোল( যশোর): বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ৩৮ কেজি গাঁজা ১৫০ বোতল ফেনসিডিল ও ৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (৩১ মে) সকালে সাদিপুর সীমান্তের মাঠের মধ্য থেকে মাদকের এ চালানটি জব্দ করা হয়।

বিজিবি জানায়, ভারত থেকে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে সাদিপুর সীমান্তের মাঠের মধ্যে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা, ১৫০ বোতল ফেনসিডিল ও ৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।

বেনাপোল ৪৯ আইসিপি ক্যাম্প কমান্ডার আব্দুল ওহাব মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মে ৩১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad