ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া, অারিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, মে ৩১, ২০২০
পাটুরিয়া-দৌলতদিয়া, অারিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল শুরু

মানিকগঞ্জ: করোনা সংক্রমণ রোধে ৬৬ দিন বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া, অারিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। 

রোববার (৩১ মে) সকাল ৯টা থেকে সরকারি সিদ্ধান্ত অনুয়াযী স্বাস্থ্যবিধি মেনে এই দুই নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়।  

আগের নির্ধারিত ভাড়া এবং প্রতিটি লঞ্চে স্বাস্থ্যবিধি মেনে নৌরুটে চলাচল করছে এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ'র সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম।

তিনি বাংলানিউজকে বলেন, সকাল ৯টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও অারিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। প্রত্যেকটি লঞ্চে যাত্রীদের শারীরিক দূরত্বের কথা মাথায় রেখে অর্ধেক যাত্রী দিয়ে নৌ-পথ পারাপার করা হচ্ছে।

এছাড়া আমিসহ আমার বিআইডব্লিউটিএ'র টিম ঘাট এলাকায় অাছি কোনো ধরনের অনিয়ম যাতে না হয় সে জন্য অামরা তৎপর রয়েছি।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, মে ৩১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।