ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উল্লাপাড়ায় ঘুড়ি কেনাবেচা নিয়ে সংঘর্ষে নিহত এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, মে ৩১, ২০২০
উল্লাপাড়ায় ঘুড়ি কেনাবেচা নিয়ে সংঘর্ষে নিহত এক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘুড়ি কেনা-বেচা নিয়ে দুপক্ষের সংঘর্ষে চন্দ্রনাথ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শনিবার (৩০ মে) রাত ১১টার দিকে উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। চন্দ্রনাথ ওই গ্রামের রঘুনাথের ছেলে।

 

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম এ তথ্য নিশ্চিত করে জানান, একই গ্রামের জীবন কুমারের ছেলে নিত্যরঞ্জন ও শ্রীবাসের ছেলে বাঁধনের মধ্যে ঘুড়ি কেনা-বেচা নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জেরে জীবন, আনন্দ ও খোকন গংয়ের সঙ্গে শ্রীবাস ও তার আত্মীয় চন্দ্রনাথ সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে প্রতিপক্ষের মারধরে গুরুতর আহত হন চন্দ্রনাথ। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

রোববার (৩১ মে) সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মে ৩১, ২০২০

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।