ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় আরও ৩ জনের করোনা শনাক্ত, মোট ৪৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, মে ৩১, ২০২০
সাতক্ষীরায় আরও ৩ জনের করোনা শনাক্ত, মোট ৪৩

সাতক্ষীরা: সাতক্ষীরায় শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন সাতক্ষীরা শহর, একজন তালার তেতুলিয়া ও আরেকজন শ্যামনগরের আটুলিয়া এলাকার বাসিন্দা।

শনিবার (৩০ মে) রাতে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, শনিবার পাওয়া রিপোর্টে সাতক্ষীরা জেলায় আরও তিন জনের করোনা শনাক্ত হয়।  

এ নিয়ে সাতক্ষীরায় এখন পর্যন্ত করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৩ জনে।

প্রশাসনের পক্ষ থেকে রাতেই করোনা পজিটিভ ব্যক্তিদের বাড়িসহ তাদের সংস্পর্শে যাওয়া ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, মে ৩১, ২০২০
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।