bangla news

সিলেটে র‍্যাব-পুলিশসহ আরও ৭৪ জনের করোনা শনাক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-৩১ ৩:৩১:৩৫ এএম
ছবি- প্রতীকী

ছবি- প্রতীকী

সিলেট: র‌্যাব ও পুলিশের ১৭ সদস্যসহ সিলেট বিভাগে নতুন করে আরও ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৪৮ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৫১০ জন, সুনামগঞ্জে ১৬৯, হবিগঞ্জে ১৭১ ও মৌলভীবাজারের রয়েছেন ৯৮ জন।  

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, এদিন হাসপাতালের পিসিআর ল্যাবে মোট ১৮০ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা পজিটিভ আসে। তারা সবাই সিলেট জেলার। এছাড়া শাবিপ্রবি’র ল্যাবে আরো ১২৬ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়। তারা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
 
নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলায় র‌্যাব-৯-এর ৮ সদস্যসহ ১৯ জন, ফেঞ্চুগঞ্জে পুলিশ সদস্যসহ ৪ জন, বিশ্বনাথে পুলিশের ৮ সদস্য, জকিগঞ্জে একই পরিবারের ৯ জনসহ ১৪ জন, জৈন্তাপুরে ৩ জন ও বিয়ানীবাজারের ১ জন রয়েছেন।
 
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্য মতে, এ বিভাগে এখন পর্যন্ত শনাক্ত ৯৪৮ করোনা রোগীর মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ২১৬ জন। মারা গেছেন ১৭ জন।
 
বাংলাদেশ সময়: ০৩৩১ ঘণ্টা, মে ৩১, ২০২০
এনইউ/এইচজে

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-31 03:31:35