ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা: চট্টগ্রামে আরও ২৩৭ জন আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, মে ৩১, ২০২০
করোনা: চট্টগ্রামে আরও ২৩৭ জন আক্রান্ত

চট্টগ্রাম: চট্টগ্রামে শেষ ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৮১টি নমুনা পরীক্ষা করে ২৩৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।

রোববার (৩১ মে) রাত সাড়ে ১২টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন। নতুন আক্রান্তদের মধ্যে ১৭৮ জন চট্টগ্রাম নগরের এবং ৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

 

সিভিল সার্জন বলেন, সর্বশেষ ২৩৭ আক্রান্তের মধ্যে ১২০ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে শনাক্ত হয়। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের একজনের করোনা পজেটিভ পাওয়া যায়। তবে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবের রিপোর্ট পাওয়া না গেলেও বিআইটিআইডি ল্যাবের গত তিন দিনের নমুনা পরীক্ষার ফলাফল এক সাথে দেওয়া হয়। এই ল্যাবে গত তিন দিনের ৮১৬টি নমুনা পরীক্ষায় ১১৬ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া চমেক এবং কক্সবাজার ল্যাবে যথাক্রমে ২৬০ এবং ৫ নমুনা পরীক্ষা করা হয়।  

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হওয়ার ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২১৭ জন। মারা গেছেন ৭৪ জন।  

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, মে ৩১, ২০২০ 
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।