ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

মুন্সিগঞ্জে ৭০০ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মে ৩০, ২০২০
মুন্সিগঞ্জে ৭০০ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাতশ ছাড়িয়েছে। শনিবার (৩০ মে) ১৮৪ জনের রিপোর্ট আসে যার মধ্যে নতুন ৪৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০৩ জন। 

সুস্থ রোগীর সংখ্যা ১৯৮ জন, মৃমারা গেছে ১৯ জন। সর্বমোট নমুনা পাঠানো হয়েছে ৪ হাজার ১৫৩টি ও নমুনার ফলাফল এসেছে ৩ হাজার ৮৯৩টি।

নমুনার ফলাফল আসা বাকি আছে ২৬০টির।  

শনিবার বিকেল সাড়ে ৬টায় সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সর্বমোট আক্রান্ত ৭০৩ জনের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ৩৫০ জন, টংগিবাড়ীতে ৪৩, সিরাজদিখানে ৯৯, লৌহজংয়ে ৬৮, শ্রীনগরে ৬৫, গজারিয়ায় ৭৮ জন।

সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, জেলায় সর্বমোট হোম কোয়ারেন্টিনে ছিলেন ২ হাজার ১৭৯ জন, এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৫৯ জন। হাসপাতাল ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে দুইজনসহ বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টিনে আছেন ১ হাজার ৪ জন।  

শনিবার বিকেলে নতুন আক্রান্ত ৩৫ জনের রিপোর্ট আসে ঢাকার নিপসম ল্যাব থেকে। নতুন ৪৪ জনের মধ্যে মুন্সিগঞ্জ সদরে ৩৯ জন, সিরাজদিখান ১, লৌহজংয়ে ১, শ্রীনগরে ৩ জন আছেন। গেল ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছে ৫ জন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মে ৩০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।