ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

করোনায় সিটি ব্যাংকের আরও এক কর্মকর্তার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, মে ৩০, ২০২০
করোনায় সিটি ব্যাংকের আরও এক কর্মকর্তার মৃত্যু মো. সামসুদ্দিন।

ঢাকা: করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বেসরকারিখাতের দ্য সিটি ব্যাংকের আরও এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম মো. সামসুদ্দিন। তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ে ক্যাশ ম্যানেজমন্ট বিভাগে অ্যাসিসটেন্ট ভাইস-প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার (২৯ মে) দিনগত রাত আড়াইটার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যু সামসুদ্দিনের ভাই আমিন উদ্দিন বাংলানিউজকে জানান, ভাইয়া অসুস্থ হলে প্রথমে তাকে মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হওয়ায় গত ২২ মে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি জানান, শনিবার বেলা ১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেকে রেখে গেছেন। বড় ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং ছোট ছেলের এবার এসএসসির ফল প্রার্থী।

এর আগে গত ১২ মে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যাংকটির সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদের মৃত্যু হয়েছে। ২৬ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিটি ব্যাংকের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মুজতবা শাহরিয়ার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মে ৩০, ২০২০
এসই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।