bangla news

সাতক্ষীরায় আম্পানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার শুরু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-৩০ ৭:৫৪:৩৫ পিএম
আম্পানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার শুরু। ছবি: বাংলানিউজ

আম্পানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার শুরু। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৩০ মে) সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী পয়েন্টে বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করে তারা। 

গাছের বল্লী, বালুর বস্তা ও বাঁশ দিয়ে ভাঙনকবলিত বেড়িবাঁধ সংস্কারের কাজে নেতৃত্বে দিচ্ছেন লে. কর্নেল আনোয়ার ও লে. কর্নেল ফারহান মনির।  

এদিকে বেড়িবাঁধ সংস্কার কাজ পরিদর্শন করেছেন যশোর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুমায়ুন কবির, ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফয়সাল বাতেন ও সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। 

মেজর তাজদিক জানান, সাতক্ষীরা ও খুলনার ভাঙনকবলিত ১৩টি পয়েন্টে বেড়িবাঁধ সংস্কারের কাজ করবে তারা। 

এর মধ্যে সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগরের ১১টি এবং খুলনার কয়রার ২টি পয়েন্টে কাজ করবে সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মে ৩০, ২০২০
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   সাতক্ষীরা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-30 19:54:35