ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে রাজধানীমুখী লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, মে ৩০, ২০২০
বরিশালে রাজধানীমুখী লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বরিশাল: বরিশালে রাজধানীমুখী লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে কোনো ভাড়া বাড়ানো হয়নি।

শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে নগরের বিভিন্ন সড়কে থাকা লঞ্চের বুকিং কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

সুন্দরবন লঞ্চের বুকিং কাউন্টারে স্বাস্থ্যবিধি মেনে সকালে কার্যক্রম শুরু হয়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। শারীরিক দূরত্ব মেনে টিকিট বিক্রি কার্যক্রম চলে।  

এদিকে সুন্দরবন লঞ্চের মালিক ও কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু জনান, আগামী ১০ জুন পর্যন্ত চলতি ভাড়ায় যাত্রী পরিবহন করা হবে। না পোষালে বিআইডব্লিউ কর্তৃপক্ষর সঙ্গে আলোচনা করা হবে।

স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মে ৩০, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।