ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মে ৩০, ২০২০
নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর গ্রেফতার

ঝালকাঠি: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর মুনিরুজ্জামান মুনিরকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২৯ মে) দিনগত রাতে নলছিটি হাসপাতাল সড়কের (বাইপাস মোড়) বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুনির ওই এলাকার মৃত আ. খালেক জোমাদ্দারের ছেলে।

শনিবার (৩০ মে) বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল হালিম তালুকদার বাংলানিউজকে বলেন, রানাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান ছালামের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় মুনিরকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মে ৩০, ২০২০
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।