ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হোসেনপুরে করোনা উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মে ৩০, ২০২০
হোসেনপুরে করোনা উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জ্বর সর্দি-কাশি ও গলা ব্যথা নিয়ে  এক কিশোরের (১৬) মৃত্যু হয়েছে। 

শনিবার (৩০ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাছিরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (২৯ মে) দিনগত রাতে উপজেলার দক্ষিণ পুমদী গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গলা ব্যথাসহ জ্বর ও সর্দি-কাশি নিয়ে ওই কিশোরকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।  

শুক্রবার (২৯ মে) দুপুরের পর পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে আসে। পরে রাতে শ্বাসকষ্ট বেড়ে বাড়িতেই তার মৃত্যু হয়।  

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাছিরুজ্জামান বাংলানিউজকে জানান, শনিবার (৩০ মে) বেলা ১১টার দিকে সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাকে  দাফন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘন্টা, মে ৩০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।