ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মধুপুরে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন শিক্ষক-শিক্ষার্থী

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মে ৩০, ২০২০
মধুপুরে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন শিক্ষক-শিক্ষার্থী

মধুপুর(টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও কর্মচারীরা স্থানীয় দরিদ্র এক বর্গা চাষির ধান কেটে দিয়েছেন। 

শুক্রবার (২৯ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মধুপুর পৌর এলাকার বোয়ালী গ্রামে সেন্টুর বর্গা নেওয়া দেড় বিঘা জমির ব্রি-২৯ জাতের ধান কেটে দেন তারা।  

পৌর এলাকার পুন্ডুরা গ্রামের দরিদ্র ওই কৃষকের নাম সেন্টু খান।

 

মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ খান জানান, পুন্ডুরা গ্রামের সেন্টু খান পেশায় একজন হকার। দেড় বিঘা বর্গা জমিতে আবাদ করা ধান তিনি করোনা দুর্যোগকালে অর্থ ও শ্রমিক সংকটের কারণে কাটতে পারছিলেন না। বিষয়টি জেনে স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক নুরন্নবী শিহাবের সহায়তায় কলেজ ও স্কুল শাখার শিক্ষক এবং উচ্চ মাধ্যমিক শাখার ছাত্র, কর্মচারীদের নিয়ে মাঠে গিয়ে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধান কেটে দেওয়া হয়।

কৃষক সেন্টু খান মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছাত্র কর্মচারীদের এ ধান কেটে দেওয়ার ঘটনায় সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মে ৩০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।