ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনাকালে বাল্যবিয়ের চেষ্টা, বর-কনের অভিভাবকের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, মে ৩০, ২০২০
করোনাকালে বাল্যবিয়ের চেষ্টা, বর-কনের অভিভাবকের জরিমানা

সিরাজগঞ্জ: মহামারি রূপ নেওয়া করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সব সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ করা সত্বেও সিরাজগঞ্জে বাল্যবিয়ের আয়োজন করায় বর ও কনের অভিভাবককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (২৯ মে) গভীর রাতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ ও সংশ্লিষ্টদের অর্থদণ্ড দেন।  

শনিবার (৩০ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, সদর উপজেলার বহুলী ইউনিয়নের রতনী এলাকায় ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন চলছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়। এ সময় বর ও কনের ভাই প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে কনের মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মে ৩০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।