ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

লিবিয়ায় নিহত মাগুরার লালচাঁদ, আহত এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, মে ৩০, ২০২০
লিবিয়ায় নিহত মাগুরার লালচাঁদ, আহত এক ছবি: প্রতীকী

মাগুরা: মানবপাচারকারীদের এলোপাতাড়ি গুলিতে লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহত এবং ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২৮ মে) লিবিয়ার মিজদাহ শহরে এ ঘটনা ঘটে। লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব অভিবাসী মিজদাহ শহরের এক পাচারকারী চক্রের কাছে জিম্মি ছিলেন।

টাকার জন্য তাদের জিম্মি করার পর এ হত্যাকাণ্ড ঘটে।

এ ঘটনায় নিহতদের মধ্যে ২৩ জনের পরিচয় শনাক্ত করা গেছে। তাদের মধ্যে মাগুরা মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার বাসিন্দা লালচাঁদ নিহত হয়েছেন বলে জানা গেছে। সেই সঙ্গে একই এলাকার ফুল মিয়ার ছেলে তরিকুল ইসলাম নামে অপর এক যুবক গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারের তরফ হতে বলা হয়েছে, একজন মানবপাচারকারীর হত্যার প্রতিশোধ নিতে ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জন অভিবাসন প্রত্যাশী খুন হয়েছেন। পাচারকারী দলের পরিবারের সদস্যরাই এ নৃশংস হত্যাকাণ্ড চালায়। এ ঘটনায় চারজন আফ্রিকান নাগরিকও মারা গেছেন। লিবিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ৩৮ জন বাংলাদেশির সবাই গুলিবিদ্ধ হয়েছেন এবং তাদের মধ্যে ২৬ জন মারা গেছেন। তাদের মরদেহ মিজদাহ শহরের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন>> লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, মে ৩০, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।