ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, মে ৩০, ২০২০
সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে কৃষকের মৃত্যু

সাতক্ষীরা: করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে পিয়ার আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। পিয়ার আলী সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের ফজর আলীর ছেলে।

পিয়ার আলীর শ্বশুর আব্দুল হাই বাংলানিউজকে জানান, তার জামাতা পিয়ার আলী তাদের বাড়িতে থেকে কৃষিকাজ করতেন। জ্বর ও শ্বাসকষ্ট শুরু হওয়ায় বুধবার (২৭ মে) দুপুর ১টার দিকে পিয়ার আলীকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার জানান, বুধবার তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এখনও রিপোর্ট আসেনি।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, মে ৩০, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।