ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, মে ৩০, ২০২০
কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ সুলতান খাঁ (৫২) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

সুলতান খাঁ ফরিদপুরের নগরকান্দা থানার রাহুতপাড়া এলাকার জয়নাল খাঁর ছেলে।

শুক্রবার (২৯ মে) কারাগার থেকে হাসপাতালে নিয়ে গেলে রাত ৮ টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. বাহারুল ইসলাম বাংলানিউজকে জানান, ফরিদপুরের নগরকান্দা থানায় হত্যা মামলায় সুলতান খাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। এরপর তিনি ২০০৪ সাল থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি। তার কয়েদি নম্বর ১৫৯৭/এ। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে দ্রুত তাকে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। সুলতান খাঁ দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ রোগে ভুগছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক খায়রুল কবির জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই সুলতান খাঁর মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, মে ২৯, ২০২০
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।