ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

বরিশালে ২ মাইক্রোবাস আটক, তিনজনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৬, মে ২৯, ২০২০
বরিশালে ২ মাইক্রোবাস আটক, তিনজনকে জরিমানা

বরিশাল: বরিশাল থেকে মাওয়া রুটে অবৈধভাবে যাত্রী পরিবহনকালে দুটি মাইক্রোবাস আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে মাইক্রোবাস দুটির ড্রাইভারসহ চারজনকে।

শুক্রবার (২৯ মে) বিকেলে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তাদের আটক করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাইক্রোবাস দুটিসহ মোট চারজনকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন দুই ড্রাইভারকে দুই হাজার টাকা করে চার হাজার টাকা এবং মাইক্রোবাসের দালাল আল আমিনকে তিন হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া আটক যাত্রী সোহেল রানাকে মুচলেকা রেখে ছেড়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাংলা‌দেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মে ২৯, ২০২০
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।