ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মে ২৯, ২০২০
ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ মে) দুপুরে শিলখুড়ী ইউনিয়নের উত্তর তিলাই হরিরধাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি উত্তর তিলাই রুহুল ইসলাম দাখিল মাদ্রারাসার পিয়ন এবং শিলখুড়ী ইউনিয়নের উত্তর তিলাই (হরিরধাম) গ্রামের আব্দস সবুরের ছেলে।

শিলখুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন (ইউসুফ) বাংলানিউজকে জানান, শুক্রবার দুপুরে সেচ পাম্পের লাইন বাড়িতে এনে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন রশিদ। তখন তাকে সাহায্যের জন্য এগিয়ে গেলে শফিকুল ইসলাম (৩৩) নামে অপর এক যুবক গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ২৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।