ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মে ২৯, ২০২০
মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

মেহেরপুর: মেহেরপুরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে বারিউজ্জামান লিটু (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে তিনি হাসপাতালে ভর্তি হন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মোকলেছুর রহমান।  

বারিউজ্জামান লিটু মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের বাবু পাড়া এলাকার আবু তাহেরের ছেলে।

মোকলেছুর রহমান জানান, বারিউজ্জামান ঢাকায় পত্রিকা পরিবহনের কাজ করতেন। ঈদের আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে স্বাভাবিক চলাফেরা করছিলেন। বুধবার দুপুরে তার করোনার উপস্বর্গ দেখা দেয়। বৃহস্পতিবার দুপুরে তার বাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরে তিনি হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সকালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়।

তার মরদেহ বিশেষ ব্যবস্থায় দাফনের জন্য উপজেলা প্রশাসনে অবহিত করা হয়েছে। নমুনা পরীক্ষা রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মে ২৯, ২০২০
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।