ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যমুনায় নৌকাডুবি: আরও ২ মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মে ২৯, ২০২০
যমুনায় নৌকাডুবি: আরও ২ মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় আরও দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে মোট ১২ জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনো নিখোঁজ রয়েছেন চারজন। 

শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার খাস কাউলিয়া ও কাঁঠালবাড়ী থেকে ভাসমান অবস্থায় মরদেহ দু’টি উদ্ধার করা হয়। তবে এদের নাম-পরিচয় জানা যায়নি।

 

সিরাজগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহীনুর কবির বাংলানিউজকে জানান, সকালে খাস কাউলিয়া ও কাঠালবাড়ী এলাকায় নদীতে ভাসমান মরদেহ দু’টি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

গত ২৬ মে দুপুরে এনায়েতপুর থেকে ৭৩ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা চৌহালী যাওয়ার পথে স্থলচর এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা ৫৭ জন যাত্রীকে জীবত অবস্থায় উদ্ধার করে। সেসময় ঘটনাস্থল থেকে শিশুসহ দু’জন ও খাস কাউলিয়ার চর থেকে একজনের মরদেহ উদ্ধার হয়। পরদিন বুধবার (২৭ মে) জোতপাড়া ও স্থলচর এলাকা থেকে আরও দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৮ মে) চৌহালী ও এনায়েতপুর থানাধীন যমুনা নদীর বিভিন্ন চরাঞ্চল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার হয়।

শুক্রবার চৌহালীর খাস কাউলিয়া ও কাঠালবাড়ী থেকে দু’জনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে গত তিন দিনে মোট ১২ জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনো নিখোঁজ রয়েছেন এক নারীসহ মোট ৪ জন।

** যমুনায় নৌকাডুবে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ১৫
** যমুনায় নৌকাডুবি: আরও ৪ মরদেহ উদ্ধার
** যমুনায় নৌকাডুবি: ১০ জনের মরদেহ উদ্ধার 

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মে ২৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।