bangla news

রূপগঞ্জে মদপানে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-২৯ ১২:৫৪:৫৪ পিএম
মৃত শাওন মিয়া

মৃত শাওন মিয়া

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মদ্যপানে শাওন মিয়া (১৯) নামে এক কিশোর মারা গেছেন। শুক্রবার (২৯ মে) ভোরে তাকে মাতুয়াইল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

মঙ্গলবার (২৬ মে) মদপান করে অসুস্থ হয়ে পড়ে শাওন মিয়া। তিনি শাওন গোলাকান্দাইল বাঘমোচড়া এলাকার দেজ্জাল মিয়ার ছেলে। 

ভুলতা ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ঈদের পরের দিন মঙ্গলবার রাতে শাওন মিয়ার সঙ্গে ইমরান ও ইমরান মিয়া নামে দুই বন্ধু গোলাকান্দাইল এলাকার চোলাই মদ কারবারী শাহিনের কাছ থেকে মদ কিনে তার ঘরে বসেই পান করেন। স্থানীয় আরেক মাদক কারবারী নান্নু তাদের সঙ্গ দেয় বলে জানা গেছে। মঙ্গলবার রাতে মদপানের পর থেকেই ঐ তিন কিশোর অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার ভোরে গুরুতর অবস্থায় তাদের মাতুয়াইল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। 

গুরুতর অসুস্থ দুই ইমরান হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন বলেও জানান তিনি।    

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, মে ২৯, ২০২০
জেআইএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2020-05-29 12:54:54