bangla news

না’গঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা আড়াইহাজার ছাড়ালো

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-২৯ ১২:৪৪:২১ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৪২ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। এ সময়ের মধ্যে জেলায় দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। 

শুক্রবার (২৯ মে) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানান তিনি। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ ব্যক্তি সুস্থ হয়েছেন।

ডা. ইমতিয়াজ জানান, গত ২৪ ঘণ্টায়য় জেলায় ৪২ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৫৩২ জনের ফলাফলে পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ২ হাজার ৫৩২ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হয়েছে ৭৭ জনের। সুস্থ হয়েছেন ৭২৪ জন।  

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মে ২৯, ২০২০
আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন :   নারায়ণগঞ্জ করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2020-05-29 12:44:21