ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

দৌলতদিয়া ঘাটে বাড়ছে যাত্রীদের চাপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, মে ২৯, ২০২০
দৌলতদিয়া ঘাটে বাড়ছে যাত্রীদের চাপ

রাজবাড়ী: দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঢাকামুখী যাত্রীদের ভিড় ও ব্যক্তিগত গাড়ির চাপ বাড়ছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে। 

শুক্রবার (২৯ মে) সকাল ৮টার পর থেকে ঘাটে চাপ বাড়তে শুরু করেছে।  ঈদ শেষে গত কয়েকদিন থেকেই ঘাটে চাপ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ রনি বাংলানিউজকে জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন ও সাধারণ যাত্রী পারাপারে ৭টি ফেরি চলাচল করছে। প্রয়োজনে ফেরির সংখ্যা বাড়ানো হবে।  

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বাংলানিউজকে জানান, ঘাট এলাকা ও ফেরিতে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেওয়া হচ্ছে। যাত্রীদের জানমালের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, মে ২৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।