ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফতুল্লায় করোনা আক্রান্ত হয়ে আ’লীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, মে ২৯, ২০২০
ফতুল্লায় করোনা আক্রান্ত হয়ে আ’লীগ নেতার মৃত্যু

নারায়ণগঞ্জ: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় গিয়াস উদ্দিন নামে আওয়ামী লীগের সাবেক এক নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) দিনগত রাতে সাজেদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গিয়াস উদ্দিন ফতুল্লার কুতুবআইল এলাকার বাসিন্দা।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক বাংলানিউজকে জানান, করোনা পজিটিভ ফলাফল আসার পর গিয়াস উদ্দিনকে বৃহস্পতিবার বিকেলে সাজেদা হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের সদস্যরা। দিনগত রাত ১২টার দিকে তার মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়- গিয়াস উদ্দিন হার্ট অ্যাটাকও করেছিলেন। এছাড়া আগে থেকেই তিনি শ্বাস কষ্টে ভুগছিলেন।  

স্থানীয়ভাবে গিয়াস উদ্দিনের মরদেহ দাফন করা হবে। হাসপাতাল থেকে তার পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছেন বলেও জানান ইউএনও নাহিদা বারিক।  

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, মে ২৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।