ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিবগঞ্জে গলায় ফাঁস দেয়া ২ জনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মে ২৮, ২০২০
শিবগঞ্জে গলায় ফাঁস দেয়া ২ জনের মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত ২টি মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে লাশ ২টি উদ্ধার করে পুলিশ।

মৃত দু’জন হলেন বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামের নজর আলীর ছেলে ঈদুল হক (৩২) এবং রানিবাড়ী চাঁদপুর গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী জোহরা বেগম (২৫)।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক আ. বারেক জানান, পারিবারিক কলহের জেরে রানীবাড়ী চাঁদপুর গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী জোহরা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি আরও জানান, ময়না তদন্ত শেষে বোঝা যাবে জোহরার মৃত্যুর প্রকৃত কারণ।

অন্যদিকে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামে জুম্মনের আম বাগানের একটি আমগাছ থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঈদুল হক নামক এক যুবকের মরদেহ একই দিন বিকেলে উদ্ধার করেছে পুলিশ।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিস্তারিত কিছু জানাতে না পারলেও ঈদুলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ২৮, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।