ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুরিয়ার সার্ভিসে খাদ্যসামগ্রীর আড়ালে হেরোইন পাচার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, মে ২৮, ২০২০
কুরিয়ার সার্ভিসে খাদ্যসামগ্রীর আড়ালে হেরোইন পাচার

ঢাকা: ঢাকার সাভার ও আশুলিয়া থেকে কুরিয়ার সার্ভিসে খাদ্যসামগ্রীর আড়ালে পাচার হয়ে আসা দেড় কোটি টাকা মূল্যের দেড় কেজি হেরোইনসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটকরা হলেন-সৈবুর রহমান (৩২) ও নাজমা আক্তার (২৮)।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-২ এর স্পেশালাইজ ক্রাইম প্রিভেনশন কোম্পানির কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, আটকরা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসে শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য পাঠানোর আড়ালে হেরোইন পাচার করে আসছিলেন।

তারা এলাকায় স্বামী-স্ত্রী হিসেবে ভাড়া বাসায় বসবাস করতেন। স্বামী রাজমিস্ত্রি ও স্ত্রী গার্মেন্টসে কাজ করে জানালেও প্রকৃত অর্থে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান এসপি মহিউদ্দিন ফারুকী।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মে ২৮, ২০২০
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।