ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মোরেলগঞ্জে ২৭০ বস্তা সরকারি চালসহ ট্রলার ডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, মে ২৮, ২০২০
মোরেলগঞ্জে ২৭০ বস্তা সরকারি চালসহ ট্রলার ডুবি

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ২৭০ বস্তা চালসহ (৮ হাজার ১০০ কেজি) একটি ট্রলার ডুবে গেছে। 

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার জিউধরা ইউনিয়নের ঠাকুরানতলা গ্রাম সংলগ্ন খালে ট্রলারটি ডুবে যায়।  

জিউধরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ডিলার মোশারেফ হেসেন বাংলানিউজকে বলেন, মোরেলগঞ্জ উপজেলা খাদ্যগুদাম থেকে দু’টি ট্রলারে মোট ৫৭০ বস্তা চাল নিয়ে লক্ষ্মীখালী বাজারে দিকে যাচ্ছিলাম।

পথে ২৭০ বস্তা চাল থাকা ট্রলারটি খালে ডুবে যায়।  

জিউধরা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বাংলানিউজকে বলেন, স্থানীয়দের সহযোগিতায় খাল থেকে চাল উদ্ধার শুরু করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মে ২৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।