ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সড়কপথে দেশে ফিরলেন ২০০ ভারতীয় নাগরিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, মে ২৮, ২০২০
সড়কপথে দেশে ফিরলেন ২০০ ভারতীয় নাগরিক

ঢাকা: বাংলাদেশে অবস্থানরত ২০০ জন ভারতীয় নাগরিক সড়কপথে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৮ মে) তিনটি স্থলসীমান্ত দিয়ে ভারতে ফিরেন তারা।

ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, বৃহস্পতিবার ২০০ জন ভারতীয় নাগরিক উত্তর-পূর্ব তিনটি সীমান্ত দিয়ে দেশে ফিরে গেছেন। এসব নাগরিক দীর্ঘদিন বাংলাদেশে আটকা ছিলেন।

ডাউকি-তামাবিল, আখাউড়া-আগরতলা ও সুতারকান্দি-শেওলা স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশ ছাড়েন তারা।

আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশ ত্যাগ করার সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ উপস্থিত ছিলেন। তিনি নাগরিকদের বিদায় জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ভারতীয় হাইকমিশনের সহায়তায় বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ধাপে ধাপে প্লেনে ফিরিয়ে নেওয়া হয়েছে। এবার সড়কপথেও নাগরিকদের ফেরানো হলো।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে করোনা ভাইরাস মহামারির কারণে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে ‘বন্দে ভারত মিশন’ নামে বৃহত্তম প্রত্যাবাসন কার্যক্রম চালিয়ে আসছে। এর আওতায় ভারতীয় নাগরিকদের মধ্যে যারা চাকরি, পড়াশোনা, ইন্টার্নশিপ, পর্যটন, ব্যবসা ইত্যাদি বিভিন্ন কারণে লকডাউনের আগে বিভিন্ন দেশে গিয়েছিলেন, তাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ২৮, ২০২০
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।