ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনায় মারা গেলেন ফরিদ কবির ও সাজ্জাদ শরিফের মা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, মে ২৮, ২০২০
করোনায় মারা গেলেন ফরিদ কবির ও সাজ্জাদ শরিফের মা

বারডেমের পরিচালক (জনসংযোগ) কবি ফরিদ কবির ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কবি সাজ্জাদ শরিফের মা মিনা শহীদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি করোনা আক্রান্ত ছিলেন।  

তার পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানান, শুক্রবার অসুস্থ হয়ে পড়লে মিনা শহীদকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় দেখা যায় তিনি করোনা আক্রান্ত। তাকে প্লাজমা থেরাপি দেওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু এরইমধ্যে তিনি মারা গেলেন।  

কোভিড আক্রান্ত রোগীদের জন্য সরকারের নীতিমালা অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হয়েছে।  

মিনা শহীদের বড় ছেলে কবি ফরিদ কবির বাংলানিউজকে বলেন, স্বাস্থ্যবিধি মেনেই বিকেল চারটায় রায়েরবাজার কবরস্থানে আম্মার দাফন সম্পন্ন হয়েছে৷ এ সময় আমি, আমার ছোট ভাই সাজ্জাদ শরীফ ও বোন রাজিয়া শীলা এবং পরিবারের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মিনা শহীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক জুয়েল মাজহার। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, কবি ফরিদ কবির ও সাজ্জাদ শরিফের মা মারা গেছেন। তিনিও অতিমারী করোনার শিকার হয়েছিলেন। আজ সকালে।

আমার মনে আছে আশির দশকের শেষ দিকে এবং নব্বুই দশকের গোড়ার দিকে দয়াগঞ্জ মোড়ে ফরিদভাইদের বাসায় কতো গিয়েছি, থেকেছি আমি।

অনেক রাত ফরিদভাই ও সাজ্জাদের সঙ্গে আড্ডা দিয়ে কাটিয়েছি।

খালাম্মার সঙ্গে খুব একটা কথা হতো না আমার। আমরা তাঁকে খুব ভয় পেতাম। তবে তার নীরব স্নেহটাও টের পেতাম।

আমি খালাম্মার মৃত্যুতে গভীর শোকাহত।

ফরিদ ভাই, সাজ্জাদ ও বোন শিলা জানি না এই শোক কী করে সইবেন/সইবে।

খালাম্মার আত্মার শান্তি কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মে ২৮, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad