বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বগুড়া জেলায় করোনা ভাইরাস পজিটিভ রোগীর সংখ্যা এখন ২৪০ জন।
এদিকে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর থেকে পাওয়া তথ্য মতে জয়পুরহাট জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৬৬ জনের। জেলার ১৫৭ করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন। করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৭০ জন। আর তৃতীয় সর্বোচ্চ শনাক্ত করা হয়েছে নওগাঁয়। সেখানে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যদিও গত ৭২ ঘণ্টায় নওগাঁ জেলায় নতুন কোনো করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়নি। করোনা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ছয়জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ জন।
এছাড়া রাজশাহী জেলায় এখন করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৪৬ জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত হননি। এখানকার আটজন করোনা পজিটিভ রোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। এখানে করোনা পজিটিভ হওয়ার পর আইসোলেশনে মৃত্যু হয়েছে একজন ৮০ ঊর্ধ্ব ব্যক্তি ও পঞ্চাশোর্ধ পুলিশ কর্মকর্তার।
অপরদিকে নাটোর জেলায় নতুন করে দুইজনের করোনা পজিটিভ রোগী শনাক্ত হওয়ায় সেখানে আক্রান্ত দাঁড়িয়েছে ৫৪ জনে। করোনামুক্ত হয়েছেন নয়জন। করোনায় মৃত্যু হয়েছে একজনের।
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত হওয়ায় সেখানে আক্রান্তের সংখ্যা এখন ৫২ জন। তবে এ জেলায় করোনামুক্ত হয়েছেন তিনজন। হাসপাতালে চিকিৎসাধীন আটজন।
গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ জেলায় ২৫ জন ও পাবনায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সিরাজগঞ্জে একজনের প্রাণ গেছে করোনায়। সুস্থ হয়েছেন তিনজন। এখনও হাসপাতালে আছেন একজন। পাবনায় সুস্থ হয়েছেন পাঁচজন। হাসপাতালে আছেন একজন।
এর আগে গত ১২ এপ্রিল রাজশাহীর পুঠিয়ায় প্রথম করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়।
এরপর এখন পর্যন্ত রাজশাহীর আট জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭২৩ জনে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ২২১ জন। করোনায় মৃত্যু হয়েছে পাঁচজনের। এছাড়া রাজশাহী বিভাগে ১৯০ জন রোগী করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ২৮, ২০২০
এসএস/আরবি/