ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সুন্দরবনে হারিয়ে গিয়ে ঝড়ের কবলে পড়া ৬ কিশোর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মে ২৮, ২০২০
সুন্দরবনে হারিয়ে গিয়ে ঝড়ের কবলে পড়া ৬ কিশোর উদ্ধার সুন্দরবনে হারিয়ে গিয়ে ঝড়ের কবলে পড়া ৬ কিশোর উদ্ধার

বাগেরহাট: সুন্দরবনে ঘুরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে পথ হারানো ৬ কিশোরকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে সুন্দরবনের মধ্যে গাছে থাকা ওই কিশোরদের উদ্ধার করে নৌপুলিশের সদস্যরা। পরে কিশোরদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়।

 

এর আগে বুধবার (২৭ মে) সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের স্কুল ও মাদরাসা পড়ুয়া ৬ কিশোর সুন্দরবনে ঘুরতে যায়। বিকেলে ঝড়ের কবলে পড়ে পথ হারায় তারা। পরে ৯৯৯-এ ফোন পেয়ে শরণখোলা থানা পুলিশ তাদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া কিশোররা হলো, দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের ইমরান খলিফা, মাইনুল ইসলাম, আব্দুর রহিম, সাইমন খলিফা, জুবায়ের খলিফা ও জয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, কে আবু সাইদ জানান, বুধবার সকালে শরনখোলা উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের স্কুল ও মাদ্রাসা পড়ুয়া ৬ কিশোর পূর্ব সুন্দরবনের ধানসাগর ফরেস্ট স্টেশন সংলগ্ন বনে ঘুরতে বের হয়। তারা বনের মধ্যে প্রায় পাঁচ কিলোমিটার চলে যাওয়ার পর সন্ধ্যায় ফিরে আসার সময় তারা পথ হারিয়ে ফেলে। এরই মধ্যে কালবৈশাখী ঝড় শুরু হলে ওই কিশোররা আতঙ্কিত হয়ে পড়ে। কিশোররা বনের মধ্যে থাকা গাছে আশ্রয় নেয়।  

তিনি বলেন, ঝড়ের কবলে পড়া এক কিশোর বুধবার রাত ১০টার দিকে ৯৯৯-এ ফোন দিলে আমরা বিষয়টি অবহিত হই। পরে ধানসাগর নৌ পুলিশকে সঙ্গে নিয়ে রাত ১১টার দিকে উদ্ধার অভিযান শুরু করি। সকালে হারিয়ে যাওয়া আতঙ্কিত কিশোরদের সুন্দরী গাছ থেকে উদ্ধার করি। পরে অভিভাবকদের কাছে তাদের হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ২৮ মে, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।