ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে জুয়া খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আটক এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মে ২৮, ২০২০
মাদারীপুরে জুয়া খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আটক এক মাদারীপুর জেলা মানচিত্র

মাদারীপুর: মাদারীপুরে জুয়া খেলা নিয়ে সংঘর্ষে রাসেল ঘরামী (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মে) দিবাগত মধ্যরাতে তিনি মারা যান। এ ঘটনায় কামাল (২৬) নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত রাসেল সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের দেলোয়ার ঘরামীর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (মাদারীপুর সদর সার্কেল) মো. বদরুল আলম মোল্লা জানান, মঙ্গলবার রাতে (২৬ মে) চাপাতলী গ্রামের রাসেল, জাহিদসহ বেশ কয়েকজন জুয়া খেলা শুরু করে। পরে তাদের মধ্যে খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে রাসেল গুরুতর আহত হলে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বুধবার মধ্যরাতে রাসেল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। '

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পরে বৃহস্পতিবার সকালে এ ঘটনায় একই এলাকার মন্নান ঘরামী ছেলে কামাল ঘরামীকে আটক করে পুলিশ। বাকিদের ধরতে অভিযান চলছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ২৮, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।