ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে বৃদ্ধের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মে ২৮, ২০২০
সিলেটে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে বৃদ্ধের মৃত্যু

সিলেট: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল আইসোলেশনে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করে বলেন, মারা যাওয়া বৃদ্ধের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।

তিনি নগরের শিবগঞ্জ এলাকায় বসবাস করতেন।

তিনি বাংলানিউজকে বলেন, দুই দিন আগে শ্বাসকষ্ট নিয়ে ওই বৃদ্ধ হাসপাতালে ভর্তি হন। বুধবার (২৭ মে) রাতে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ভোর রাতে মারা যান। মরদেহের নমুনা পরীক্ষার জন্য রেখে স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ নিয়ে হাসপাতালে গত ৭২ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দু’জন করোনা আক্রান্ত ও দু’জন সন্দেহজনকভাবে ভর্তি ছিলেন। অবশ্য এরমধ্যে একজনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

এছাড়া বিভাগের মধ্যে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১১ জন সিলেটের, একজন হবিগঞ্জের ও মৌলভীবাজারের তিনজন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ২৮, ২০২০
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।