ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মায় পানি বৃদ্ধি, পাটুরিয়ায় তলিয়ে গেছে ফেরিঘাটের পন্টুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মে ২৮, ২০২০
পদ্মায় পানি বৃদ্ধি, পাটুরিয়ায় তলিয়ে গেছে ফেরিঘাটের পন্টুন

মানিকগঞ্জ: পদ্মা নদীতে হঠাৎ পানি বাড়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া পয়েন্টের তিনটি ঘাটের পন্টুনের প্রবেশ মুখ পানিতে তলিয়ে গেছে। এতে করে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর দেড়টার দিকে পন্টুনের প্রবেশদ্বার পানিতে তলিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান।

তিনি বাংলানিউজকে বলেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে পাটুরিয়া ঘাটের ৩, ৪, ৫ নম্বর পন্টুনের প্রবেশদ্বার পানিতে তলিয়ে গেছে।

পন্টুনের তিনটি স্তর থাকে লোমিট এবং হাইট এরিমধ্যে লো থেকে একটি পন্টুন মিট পয়েন্টে স্থানান্তর করা হয়েছে বাকি দুইটি ঘণ্টাখানেকের মধ্যে ওই দুটিও মিট পয়েন্টে স্থানান্তর করা সম্ভব হবে এবং ২ নম্বর পন্টুন স্বাভাবিক রয়েছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৫টি ফেরির মধ্যে সাতটি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপারের কাজে নিয়োজিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মে ২৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।