bangla news

করোনায় আক্রান্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পিআরও

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-২৮ ১১:৫১:৩৮ এএম
মো. ইফতেখার হোসেন।

মো. ইফতেখার হোসেন।

ঢাকা: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. ইফতেখার হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে তিনি বাসাতেই আইসোলেশনে আছেন। চিকিৎসা নিচ্ছেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী।

বৃহস্পতিবার (২৮ মে) তিনি বাংলানিউজকে বলেন, গত কয়েক দিন ধরে জ্বর ছিল। ২৪ মে টেস্ট করিয়ে পরদিন ঈদের দিনই পজিটিভ রেজাল্ট পাই।

সাধারণ ছুটিতে যে মন্ত্রণালয়গুলো খোলা রাখা হয়েছে তার মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ও একটি। সাবধানতা অবলম্বন করেই কাজ করছিলেন ইফতেখার।

ইফতেখার জানান, তার বাসার বাকি সদস্যদের টেস্ট করানো হয়েছে বুধবার। তবে এখনো রেজাল্ট পাননি।

দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন ইফতেখার।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু একই সঙ্গে করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তার অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, মে ২৮, ২০২০
এমআইএইচ/এইচএডি

ক্লিক করুন, আরো পড়ুন :   করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-28 11:51:38