ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ঝড়ে লালমোহনে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, মে ২৮, ২০২০
ঝড়ে লালমোহনে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ভোলা: ভোলার লালমোহনে আকস্মিক ঝড়ে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (২৭ মে) রাতে হওয়া ঝড়ে এসব ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, করোনা ভাইরাসের মধ্যে উপকূলের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষগুলো দিশেহারা হয়ে পড়েছেন। কিভাবে ঘুরে দাঁড়াবেন তা নিয়ে তারা চিন্তিত।

লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা বাংলানিউজকে জানান, ঝড়ে রমাগঞ্জ ইউনিয়নের চৌমুহনীর রায়চাঁদ বাজার ও কর্তারহাট এলাকার ৪০/৫০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

লডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বাংলানিউজকে জানান, ঝড়ে পেয়ারি মোহন, অন্নদা প্রসাদ ও ফাতেমাবাদ এলাকার ১৫/২০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়টি অনেক শক্তিশালী ছিল।

এদিকে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, রাতের ঝড়ে নুরাবাদ ও নীলকমল এলকার কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পেরেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে।

এদিকে, ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরি শাওন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান রুমি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মে ২৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।