ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আড়াইহাজারে দগ্ধ আরও একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, মে ২৮, ২০২০
আড়াইহাজারে দগ্ধ আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনের মধ্যে মনসুর নামে আরও একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

বুধবার (২৭ মে) রাতে তিনি মারা যান। এর আগে একই ঘটনায় মারা যান চায়ের দোকানদার হরমুজ আলী।

তিনি আড়াইহাজারের মনপুরা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। মনসুর (৫০) উপজেলার শিবপুরের জয়নাব আলীর ছেলে।

এ ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন কান্দাপাড়া এলাকার আলম (৫২), রমজানের ছেলে ইব্রাহীম (২৬)।  

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মার্কেটটির মালিক সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালাল। দগ্ধ চার জনের মধ্যে দুজন মারা গেছেন আর দুজন চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, মে ২৮, ২০২০
এসএমএকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।