ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন, নিহত ৫

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, মে ২৭, ২০২০
ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন, নিহত ৫

ঢাকা: রাজধানীর গুলশান এলাকার ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন লেগে ৫ জন নিহত হয়েছেন। তারা সেখানে আইসোলেশনে ছিলেন।

বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে জরুরি বিভাগের এসি বিস্ফোরণের ফলে সেখানে আগুন লেগে যায়।

এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।  

তিনি আরও জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।  

জানা গেছে, হাসপাতালের মূল ভবনের পাশে করোনা রোগীদের জন্য আলাদা একটি আইসোলেশন ইউনিট খোলা হয়েছিল। সেখানেই ওই ৫ জন চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন>
** নিহত ৫ জনের পরিচয় শনাক্ত করেছে ইউনাইটেড কর্তৃপক্ষ​
** ইউনাইটেড হাসপাতালে আগুন: মৃতদের মধ্যে ৩ জন করোনা পজিটিভ​
** ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি​
** অগ্নিনির্বাপনের ব্যবস্থা ছিলো না ইউনাইটেডের করোনা ইউনিটে
** ইউনাইটেডে নিহত ৫ জন করোনা আইসোলেশন ইউনিটে ছিলেন
** ইউনাইটেড হাসপাতালে আগুন

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, মে ২৭, ২০২০
পিএম/এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।